জাতীয়

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে চিঠি

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন তিনজন উদ্যোক্তা পরিচালক। গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। এতে ব্যাংকের প্রতি আস্থা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তারা।

চিঠিতে সই করেছেন- ২০১৭ সালে জোর করে বাদ দেয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ডা. রেজাউল হক, ওই সময়ের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক ও তখনকার অডিট কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান।

অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ২০১৭ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। নানা অনিয়মের কারণে অনেক আমানতকারীর মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে। এদের অনেকে অর্থ উত্তোলন করে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d