চট্টগ্রামরাজনীতি

স্বতন্ত্র প্রার্থী মনজুরের পোস্টার-ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচার পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম-১০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

তিনি অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনী আচরণ বিধিমালা ৭ (২) এর বিধি মোতাবেক নির্বাচনে অংশগ্রহনকারী কোন প্রার্থীর সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার, জ্বালিয়ে দেয়া ও নামাতে পারেন না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ২৮৭ চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্দেশে তার সমর্থকেরা ২৪ ডিসেম্বর দিবাগত রাতে হালিশহর এইচ ব্লক, ষোলশহর এলজিইডি ভবনের সামনে ও শিক্ষা বোর্ডের বিপরীতে টাঙ্গানো পোস্টার, ব্যানার, নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। যা আচরণ বিধিমালার ৭ (২) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d