চট্টগ্রামরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের ‘আমার মানুষ’ কমিটি বাতিলের দাবি

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭ থানা ও ১২ ওয়ার্ডে রাতের আঁধারে কমিটি গঠনের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির ১২ নেতা। অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সহ-সভাপতি সুজিত দাশ।

তিনি বলেন, ‘গত ১৪ মার্চ দিবাগত রাতে ফেসবুকে ভাইরাল হয় ৭ থানা ও ১২ ওয়ার্ডের কমিটি গঠনের তালিকা। অথচ কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী সবার পরামর্শে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি হওয়ার কথা। মহনগর সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে রাতের আঁধারে কমিটি গঠন করে। আবার এসব কমটিতে রাখা হয় বিএনপির রাজনীতির সাথে জড়িত হাইব্রিড নেতা, অস্ত্র, মাদক ও হত্যা মামলার আসামিদের। এমন কমিটি স্বেচ্ছাসেবক লীগের পুরনো ত্যাগী কর্মীদের স্বপ্ন সংগঠনের নিয়ম নীতি ও প্রশংসনীয় ভাবমূর্তিকে গলাটিপে হত্যা করেছে। আমরা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২০ জনের মধ্যে ১২ জনই এসব পকেট কমিটি ঘৃণাভরে প্রত্যাখান করছি।’

তিনি বলেন, ‘মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক লাগামহীন স্বেচ্ছাচরিতা এবং একপেশে নানামুখী সিদ্ধান্ত সংগঠনকে বিপদগ্রস্থ করেছে। বিষয়টি কেন্দ্র অবগত হয়ে ঢাকায় কমিটির ২০ জনকে ডেকে সংগঠনের স্বার্থে একসাথে কাজ করতে আহ্বান জানান। আমরাও কাজ শুরু করি। এর মধ্যে গতবছর সেপ্টেম্বরে কেন্দ্র থেকে চট্টগ্রামে থানা ও ওয়ার্ডে সম্মেলন করার তাগিদ দেয়। আমরা অক্টেবরে সম্মেলন শেষ করি। সম্মেলনে ১৫টি থানা ও ৪৪টি সাংগঠিনক ওয়ার্ডে ৮৫০ জন প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম জমা দেয়। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদক কারো সাথে পরামর্শ এবং জীবনবৃত্তান্ত যাচাই বাচাই না করে কমিটি গঠন করে। মাইম্যান সৃষ্টি করতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের দীর্ঘদিনের সুনামকে বিতর্কিত করেছে সভাপতি সাধারণ সম্পাদক।’

অবিলম্বে কমিটিগুলো বাতিলের দাবি জানিয়ে সুজিত দাশ বলেন, ‘বিষয়টি কেন্দ্রকে অবহিত করেছি আমরা। তারাও কমিটির বিষয়ে জানে না। আমরা ব্যবস্থা নিতে বলেছি। কেন্দ্র ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠনের স্বার্থে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান ও মো. সালাহউদ্দিন।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৭ থানা ও ১২ ওয়ার্ড কমিটি ঘোষণা হয়েছে বুধবার (১৩ মার্চ) দিবাগত রাতে। তবে ওই কমিটি স্বাক্ষরিত হয়েছে চলতি বছরের ৩১ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d