জাতীয়

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ৭ প্রতিমন্ত্রী

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৭ প্রতিমন্ত্রী। শনিবার (২ মার্চ) সকাল এগারোটায় সাভার স্মৃতিসৌধে পৌঁছান তারা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি।

শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ৭ প্রতিমন্ত্রী। পরে বেলা বারোটায় ঢাকার উদ্দেশে রওনা করেন তারা। প্রতিমন্ত্রীদের আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল।

এর আগে, আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন ৭ প্রতিমন্ত্রী। এ সময় তারা নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় গতকাল শুক্রবার যুক্ত হয়েছেন আরও ৭ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d