হরতালের সমর্থনে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিএনপির মিছিল, ছাড়েনি দূরপাল্লার বাস
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তবে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। চলছে ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন। চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।
মঙ্গলবার সকালে নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ ছাড়া নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ মোড় থেকে হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রবর্তক মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মামুনুর রহমান, যুগ্ম সম্পাদক জমিরউদ্দীন নাহিদ, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ারসহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী ডি.টি রোডে যুবদলের নেতাকর্মীরা মিছিল করে।
হরতাল সমর্থনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওয়াতাধীন বায়েজিদ থানা ছাত্রদল নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামনে মহাসড়কে মিছিল করে।
চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। নগরী ও জেলার প্রতিটি উপজেলায় পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল করা হচ্ছে।