হরতালে চট্টগ্রামে বিএনপির মিছিল ও পিকেটিং
নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের সমর্থনে চট্টগ্রামে বিএনপির মিছিল পিকেটিং করে কয়েকটি যানবাহ্ন ভাঙচুর করেছে। সকাল থেকে রাজপথে সক্রিয় রয়েছে দলের নেতাকর্মীরা।
নগরীর অক্সিজেন- হাটহাজারী মহাসড়কে বায়েজিদ থানা যুবদলের নেতাকর্মীরা পিকেটিং ও মিছিল করে। সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবীতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলমের নেতৃত্বে নগরীর জামাল খান মোড় থেকে গণি বেকারী ও চট্টগ্রাম কলেজ এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নগরীর গোলপাহাড় মোড় হতে মেহেদীবাগ এলাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মামুনুর রহমান, মাইনুদ্দীন রাশেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমিরউদ্দীন নাহিদসহ নেতৃবৃন্দ।
হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে নগরীর প্রবর্তক মোড় থেকে ২ নং গেইট এলাকায় পিকেটিং ও মিছিল করেন দলের নেতাকর্মীরা । চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে হালিশহর নয়াবাজার এলাকায় যুবদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।