হাটহাজারীতে এলাকাবাসীর চাঁদা-স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
সাম্প্রতিক অতি বৃষ্টি ও বন্যায় সারা দেশের সড়কগুলো কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। তা থেকে বাদ যায়নি চট্টগ্রামের হাটহাজারী উপজেলাও। বৃষ্টি ও বন্যার পানিতে খানা-খন্দকের কারণে উপজেলার মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের মেখল ও দেওয়ান নগর অংশে যান চলাচল বিঘ্ন ঘটে। এতে সড়কটি ব্যবহারকারী বিভিন্ন এলাকার হাজারো মানুষ বাসিন্দা চরম দুর্ভোগে পড়েন। এ অবস্থায় সড়কটি সংস্কার করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের হলেও বর্তমানে দেশের পরিস্থিতিতে সেদিকে তাকিয়ে না থেকে নিজেরাই সংস্কারের উদ্যোগ নিয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর ) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সহযোগিতা করে যাচ্ছেন দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সদস্যরা।
জানা গেছে, স্থানীয় সমাজসেবক মো.সৈয়দ প্রকাশ সৈয়দ মেম্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন, মেখল ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নেজাম উদ্দিন, মো.আবু শাহেদ শিবলুসহ স্থানীয়রা জানান, এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে এ সড়কটির সংস্কার কাজ চলছে। যে যেভাবে পেরেছে সেভাবেই কল্যাণমূলক এই কাজে অংশ নিয়েছেন। কেউ বালি, কেউ ইট আবার কেউ নগদ টাকা দিয়ে এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সিএনজি অটোরিকশা চালক সমিতির নেতা আবদুল মালেক সুমন জানান, চলমান পরিস্থিতি সবকিছু সরকারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরও কিছু কাজ করে সরকারকে সহযোগিতা করা উচিৎ বলে মনে করে আমাদের সংগঠন সড়ক সংস্কারের উদ্যোগ নিই। এ কাজে অনেক প্রবাসী ভাই এবং স্থানীয় ও আশপাশের এলাকার জনগণসহ পশ্চিম মেখল নজর মো. কাজীপাড়া প্রবাসী একতা কল্যাণ সমিতি, নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচ, হাটহাজারী জে এস মোটরস, মেখল পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়, ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন, দেওয়ান নগর (মেখল) আজিজিয়া মজিদিয়া সিএনজি (ফোর স্ট্রোক) অটোরিকশা চালক সমবায় সমিতি, চট্টগ্রাম হাটহাজারী ফটিকছড়ি রাউজান অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত অটোরিক্সা সমিতিসহ বিভিন্ন এলাকাবাসী সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, ‘মেখলের ওই সড়কের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সামনে সড়ক উন্নয়ন কাজও শুরু হবে। তবে বর্তমানে এলাকার লোকজনের অসুবিধার কারণে আপাতত তারা নিজেরাই সড়কটি সংস্কার করছেন, এটা খুব ভালো কাজ । আমি তাদের সাধুবাদ জানাই। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।’