হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া (৭০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার আলমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঝিনু বড়ুয়া উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ঝিনু বড়ুয়া দেহ কয়েক খন্ড হয়ে যায়।
নিহতের ছেলে তপু বড়ুয়া বলেন, আমার মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় যখন ইচ্ছে তখন বাইরে হাটতে বের হয়ে যেতেন। ঘটনারদিনও সকাল সকাল তিনি ঘর থেকে বের হয়ে উল্লেখিত এলাকার রেল লাইনের দিকে চলে আসেন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।