চট্টগ্রামহাটহাজারী

হাটহাজারীতে নিজ গ্রামে বাবা-মায়ের কবর জেয়ারতে মুক্তিযুদ্ধ উপদেষ্টা

উপদেষ্টা মনোনীত হওয়ার পর এই প্রথম গ্রামের বাড়ি এসে বাবা-মায়ের কবর জেয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি সোমবার (১৯ আগস্ট) গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে যান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বাবা-মায়ের কবর জেয়ারত করার পর প্রশাসনের কর্মকর্তা ও স্থনীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন। দেশের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপদেষ্টার সাথে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শোয়েব আহমদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তা কেশব কুমার বড়ুয়া, শিমুল কান্তি মহাজন, হোসেন মোহাম্মদ মনসুর আলী, খোরশেদ আলম শিমুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d