চট্টগ্রাম

হাটহাজারীতে সাবরেজিস্ট্রার ছাড়াই রেজিস্ট্রি, ২০ দলিল জব্দ

চট্টগ্রামে হাটহাজারী সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার ছাড়াই জমি রেজিস্ট্রি হওয়ার প্রমাণ পাওয়া গেছে।বুধবার সকালে জেলা রেজিস্ট্রার হাটহাজারী সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন করে এ ধরনের ২০টি দলিল জব্দ করেছেন।

অভিযোগ রয়েছে, সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহকারী দিদারুল আলম মোটা অংকের টাকার বিনিময়ে এ কাণ্ড ঘটিয়েছেন।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমা যুগান্তরকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার সকালে হাটহাজারী সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছি। ১৫ অক্টোবর সাবরেজিস্ট্রারের অনুপস্থিতিতে যেসব দলিল রেজিস্ট্রির অভিযোগ উঠেছে ওই ধরনের ২০টি দলিল জব্দ করেছি। একটি দলিলে সাবরেজিস্ট্রারের তিনটি পূর্ণাঙ্গ স্বাক্ষর করতে হয়। কিন্তু কিছু দলিলে অনুস্বাক্ষর (ছোট স্বাক্ষর) পেয়েছি, পূর্ণাঙ্গ স্বাক্ষরগুলো পাইনি। যেসব অনুস্বাক্ষর পেয়েছি সেসব স্বাক্ষর কারা করেছেন তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত হাটহাজারী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সহকারী দিদারুল আলমকে বরখাস্ত করা হবে। পাশাপাশি এসব অনিয়মের ব্যাখ্যা চাইব। এসব অনিয়মে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d