চট্টগ্রামহাটহাজারী

হাটহাজারীতে ১৪ ইউপি চেয়ারম্যানসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪ ইউনিয়নের চেয়ারম্যানসহ ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালামকেও অভিযুক্ত করা হয়েছে।

গত ৩১ আগস্ট রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া এলাকার হাজির তলী মসজিদ সংলগ্ন এলাকার তাসলিমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যায় পৌরসভা এলাকার হাটহাজারী বাজারের ত্রিবেণী মোড়স্থ কাঁচা বাজারের গলির ভিতরে মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয় মামলার বাদী তাসলিমা বেগমের স্বামী রিকশাচালক মোহাম্মদ জামাল মোল্লা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ মামলায় ১৪ ইউপি চেয়ারম্যান ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক ও সহায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, উপজেলা এবং পৌরসভার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৬৫ জনকে সুনির্দিষ্ট করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d