চট্টগ্রাম

হাটহাজারী ত্রিপুরা পল্লীর মানুষের মুখে হাসি

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লী। অন্যের জমি কিংবা সরকারি জায়গায় তাদের বসতি গড়ে জমিতে কাজ আর জুমচাষ করে তারা সংসার চালান ত্রিপুরা পল্লীর লোকজন।

শীতে কম্বল কেনার টাকা নেই তাদের। খবর পেয়ে তাদেরকে কম্বল শাড়ি-লুঙ্গি দিয়েছেন মানবিক এক ব্যক্তি।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে মনাই ত্রিপুরা পল্লীর অর্ধশতাধিক মানুষের মাঝে এ শাড়ি-লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়।

মনাই ত্রিপুরা পল্লীর প্রধান শচীন কুমার ত্রিপুরা বলেন, এ দূর্গম এলাকায় কনকনে শীতে কম্বল পেয়ে আমরা খুবই আনন্দিত। কম্বলের পাশাপাশি যারা বয়োবৃদ্ধ বাবারা আছেন তারা পেয়েছেন লুঙ্গি আর মারা পেয়েছেন শাড়ী। এক সময়ের অবহেলিত মনাই ত্রিপুরা পল্লী বর্তমান সরকারের নানামুখী সহযোগিতায় উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে৷ আমরা চাইবো এ দুই পল্লীর পাশে যেন বর্তমান সরকার আরও বেশি নজর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, এটা ত্রিপুরাবাসীর প্রতি ভালবাসা। এর বাইরে আর কোনো বক্তব্য নাই।

ফরহাদাবাদ ইউনিয়নের দুটি উপজাতীয় ত্রিপুরা পল্লী রয়েছে। একটি সোনাই ত্রিপুরা পল্লী। অন্যটি মনাই ত্রিপুরা পল্লী। এ দুই পল্লীতে ৩৭৫ জনের বাস। বিদ্যুৎ তো দূরের কথা, সভ্যতা ও আধুনিকতার ছোঁয়াই লাগেনি কখনো। বংশানুক্রমে উপজাতীয় ৫৫ পরিবার দীর্ঘদিন এখানে বসবাস করে আসছে। হাটহাজারী উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রহুল আমিনের ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিকতার ছোঁয়া লাগে সেই পল্লীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d