আন্তর্জাতিক

হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজায় হামাসের দেওয়া পাল্টা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, একটি সফল যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ এখনও বন্ধ হয়ে যায়নি। এদিকে বাগদাদে মার্কিন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার গাজায় তিন পর্বে সাড়ে চার মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছিল হামাস। প্রস্তাবে ছিল- সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, ইসরাইল গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরাইল এবং যুদ্ধ সমাপ্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবে উভয় দল। কিন্তু ইসরাইলি কারাগারে বন্দি হামাসের ১৫০০ যোদ্ধাকে মুক্তির ব্যাপারে একমত হতে পারেননি নেতানিয়াহু।

বুধবার এক সংবাদ সম্মেলনে হামাসের প্রস্তাবকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের ওই সশস্ত্র সংগঠনকে ধ্বংস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, হামাসের পতন ছাড়া আর কোনো বিকল্প নেই ইসরাইলের হাতে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়ই কেবল চার মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে। তিনি বলেন, গাজায় হামাস যদি টিকে থাকে, তাহলে পরবর্তীতে আরও একটি গণহত্যার জন্য প্রস্তুত থাকতে হবে।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি। নেতানিয়াহুর মন্তব্যকে তিনি রাজনৈতিক বন্যতা হিসেবে বর্ণনা করেছেন, যা এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে।

বাগদাদে মার্কিন ড্রোন হামলা : এবার ইরাকে ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র। বাগদাদে মার্কিন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বাগদাদের পূর্বাঞ্চলীয় মাশতাল এলাকায় হামলাটি চালানো হয়।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর সরাসরি হামলা ও হামলার পরিকল্পনার জন্য দায়ী ওই হিজবুল্লাহ নেতা। যদিও নিহত কমান্ডারের নাম প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d