হামুনের ঝড়ে পালিয়ে গেল হাজতি!
ঘূর্ণিঝড় হামুন-এর প্রভাবে তীব্র ঝড়ের সময়ে কক্সবাজার সদর হাসপাতাল থেকে পালিয়ে গেছিলেন রাশেদা এক হাজতি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপালং উত্তর পুকুরিয়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে ঘূর্ণিঝড়ের সময়েই তাকে হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। বিদ্যুৎ আসা-যাওয়ার সময়ে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কারাগার থেকে রাশেদা নামে এক হাজতি পালিয়ে যাওয়ার কথা পুলিশকে জানানো হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাকে ধরতে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, মৃগী রোগে আক্রান্ত ওই হাজতিকে ঝড়-বৃষ্টির সময় হাসপাতালে নিয়ে গেলে অন্ধকারে তিনি পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।