খেলা

হৃদয়ের ব্যাটে লড়াকু সংগ্রহ টাইগারদের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসের। ওপেনার লিটন দাস টানা দুই ম্যাচে ব্যাক টু ব্যাক গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। দিলশান মাদুশঙ্কার বলে দুনিথ ওয়াল্লাগের হাতে ক্যাচের শিকার হন লিটন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৭৫ ও ব্যক্তিগত ৪০ রানে মাদুশঙ্কার দ্বিতীয় উইকেটের শিকার হন টাইগার অধিনায়ক।

সৌম্য সরকার খেলেন ৬৬ বলে ৬৮ রানের দারুন এক ইনিংস। ১১টি চার ও ১টি ছয়ে সাজানো ছিলো সৌম্যের ইনিংসটি। ম্যাচের ২২তম ওভারের দ্বিতীয় বলে হাসারাঙ্গার বলে দিলশান মাদুশঙ্কার তালুবন্দি হন সৌম্য। একই ওভারের চতুর্থ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে শুন্য রানে ফেরেন মাহমুদউল্লাদ। হাসারাঙ্গার তান্ডব চলতেই থাকে। একাই তুলে নেন মুশফিক ও মেহেদী হাসান মিরাজকে। ব্যক্তিগত ২৫ রানে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন মুশফিক এবং ১২ রান করে বোল্ড হন মিরাজ। একপ্রান্তে লড়াই চালিয়ে যেতে থাকেন তাওহিদ হৃদয়।

প্রমোদ মাদুশানের বলে হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তানজিম হাসান সাকিব। ক্রিজে আসেন তাসকিন আহমেদ। তাসকিন-হৃদয়ের ২৩ বলে ৫০ রানের অপরাজিত জুটির সুবাদে ২৮৬ রানের সংগ্রহ পায় টাইগাররা।

ব্যাট হাতে ১০২ বলে ৯৬ রানের দারুন এক ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ৩টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল হৃদয়ের ইনিংসটি। তাসকিন আহমেদ অপরাজিত থাকেন ১৮ রানে।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ৪৫ রানের বিনিময়ে একাই তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পান দিলশান মাদুশঙ্কা এবং ১টি উইকেট তুলে নেন প্রমোদ মাদুশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d