হেনড্রিকসকে বোল্ড করে শরিফুলের ব্রেকথ্রু
জীবন পেয়ে সুযোগটা কাজে লাগাতে পারেননি রেজা হেনড্রিকস। অল্পতেই ফিরতে হলো প্রোটিয়া ওপেনারকে।
দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রান। কুইন্টন ডি কক ২১ ও রাসি ফন ডার ডুসেন ১ রানে ব্যাট করছেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট শিকারের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন হেনড্রিকস। কিন্তু তা তালুবন্দী করতে পারেননি তানজিদ হাসান তামিম। শূন্য রানে জীবন পাওয়া হেনড্রিকস থামেন ১৯ বলে ১২ রান করে। সপ্তম ওভারে ওবল সিমে করা ডেলিভারিতে তার ডিফেন্স চূর্ণ করে দেন শরিফুল।
এদিকে বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে গত ম্যাচ না খেলা সাকিব আল হাসান এই ম্যাচে ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। অপরদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির বদলে খেলবেন লিজাড উইলিয়ামস।