২৮ অক্টোবর আ.লীগ-বিএনপির মহাসমাবেশ: কী হয় কী হয়?
>> বিএনপির ‘মরণকামড়’, রোগ বুঝে ‘ওষুধ’ দেবে আওয়ামী লীগ
>> বিএনপির মহাসমাবেশ-মহাযাত্রা, আছে অবস্থানের পরিকল্পনা
>> সমাবেশ করার প্রস্তুতি আওয়ামী লীগেরও, আছে বিকল্প ব্যবস্থা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হচ্ছে। ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলগুলো একের পর এক মহাসমাবেশ, জনসভা, পথযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।বিশেষ করে বিএনপি তাদের হারানো সক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।
আগামী ২৮ অক্টোবর মহাযাত্রার ডাক দিয়েছে দলটি। সেদিন রাজধানীতে বিএনপি ‘একটা অঘটন’ ঘটাতে পারে। তবে, বিএনপি কী ঘটাবে তা না বললেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেবে বলে জানিয়েছে। তাদের ভাষায়, ‘রোগ বুঝে ওষুধ’ দেবে ক্ষমতাসীনরা।
বিএনপি ঘোষিত মহাযাত্রায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে— জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যেভাবে বসে যাবে সেভাবেই উঠিয়ে দেওয়া হবে।কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণের চেষ্টা করলে তাদের রুখে দেওয়া হবে। তাদের বসার সুযোগ দেওয়া হবে না, তারা বসতেই পারবে না।ধ্বংসাত্মক কিছু করার চেষ্টা করলে, দাঙ্গা-হামলা বা লুটপাট করার পাঁয়তারা করলে আমরা সেখানেই তাদের প্রতিরোধ করব।’