দেশজুড়ে

২ কোটি টাকার সোনার বার ফেলে পালালেন পাচারকারী

জেলায় ভারত সীমান্তে বিজিবি টহল দলের ধাওয়ায় হাতের শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান এক পাচারকারী। আর সেই ব্যাগ খুলে তাতে থাকা প্রায় আড়াই কেজি ওজনের ৫টি সোনার বার জব্দ করেন বিজিবি সদস্যরা। এসব সোনার বারের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১২ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাঝাডাঙ্গা গ্রামে সুলতানপুর বিওপির’র টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সীমান্ত মেইন পিলার ৭৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা ঈদগাহ কবরস্থানের পশ্চিম পাশে আম বাগানে অবস্থান নেন তারা। এসময় ওই এলাকা দিয়ে সন্দেহজনক একজন ব্যক্তিকে সীমান্ত শূন্য লাইনের দিকে যেতে দেখলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা সাদা রঙের একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সশস্ত্র টহল দুই ভাগে বিভক্ত হয়ে একটি দল তাকে আটকের চেষ্ট করে এবং অন্য দল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। শপিং ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩টি প্যাকেট থেকে ২ কেজি ৩৮৪ গ্রাম বা ২০৪.৩৯ ভরি ওজনের ছোট বড় ৫টি সোনার বার উদ্ধার করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা। এ ব্যাপারে নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। জব্দ হওয়া সোনার বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d