আন্তর্জাতিক

২ হাজার বছর আগে ধ্বংসপ্রাপ্ত সৈকত পুনরায় চালু ইতালিতে

প্রায় ২ হাজার বছর আগে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত ইতালির শহর পম্পেইকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেই ঘটনার কথা বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে-ও। প্রায় ২ হাজার বছর পর সেই ধ্বংস হওয়া নগরীর একটি সৈকত পুনরুদ্ধারের পর পুনরায় চালু করা হয়েছে সর্বসাধারণের জন্য। বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাচীন রোম শহরের বাইরে ভূমধ্যসাগরের কাছে এই প্রাচীন নগরী অবস্থিত ছিল। ভয়াবহ অগ্ন্যুৎপাতে সময় প্রায় ৩শ’ জনের বেশি পুরুষ এই হারকিউলেনিয়াম সৈকতটিতে আশ্রয়ের জন্য চেষ্টা করেছিল। তবে কেউ বাঁচতে পারেনি।

এই সৈকতের কাছে সেই নগরী পুনরুদ্ধারের জন্য বছরের পর বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা খনরের কাজ করেছেন। অবশেষে, বুধবার জনসাধারণের জন্য এটি খুলে দেয়া হয়েছে। নগরীটি খননের সময় অগ্ন্যুৎপাতের কারণে প্রাণ হারানো মানুষের দেহাবশেষ ও অন্যান্য প্রমাণও আবিষ্কৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d