চাকরি

৪১তম বিসিএস, নন-ক্যাডারে প্রায় ১০ হাজার আবেদন

৪১তম বিসিএসে নন–ক্যাডার পাওয়ার তালিকায় আছেন ৯ হাজার ৮২১ প্রার্থী। আর পদ আছে ৪ হাজার ৫৩টি। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আবেদন করেছেন আট হাজারের বেশি প্রার্থী। এ চাকরিতে আবেদনের সময় শেষ হচ্ছে আজ রাত ১১টা ৫৯ মিনিটে। ৪১তম বিসিএসের নন–ক্যাডারের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এভাবেই ব্যাখ্যা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র জানায়, আজ বেলা ১১টা পর্যন্ত আবেদন করেছেন আট হাজারের বেশি। হয়তো এ সংখ্যা কিছুটা বাড়বে। ৪১তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন।

গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d