চট্টগ্রাম

৫০ টাকায় ভুয়া চিকিৎসা, ২ যুবককে পুলিশে দিয়েছে জনতা

ফটিকছড়ির সুন্দরপুরে ৫০ টাকায় চক্ষু, কান ছেদন, নাক ফোঁড়নের ভুয়া চিকিৎসা দেয়ার সময় ২ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটককৃতরা হলেন পুরাতন বিওসি লোহাগাড়া আমিরাবাদের হাজী আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ আল রিয়াদ (২৫) এবং হাটহাজারী বক্তপুকুর বাড়ির নজির আহমেদের ছেলে মোহাম্মদ হাসান (২৪)।

গতকাল সোমবার উপজেলার সুন্দরপুর ইউপির একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় ক্যাম্পিং করার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়। এ সময় জবাব দিতে না পারলে স্থানীয় জনতা তাদের উপর চড়াও হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ইউএনও অফিসে নিয়ে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, অভিযুক্ত দুই যুবক গত ৭ মাস আগেও এখানে ক্যাম্পিং করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। যাদের চিকিৎসা দিয়েছিল তাদের অনেকের সমস্যা দেখা দিয়েছে। গতকাল (রোববার) তাদের সতর্ক করা হয়। এরপরেও তারা ৫০ টাকায় চিকিৎসা বলে মাইকিং করে আজ (গতকাল) এ কাজ করছিল। নিম্নমানের চশমা ও ড্রপ দিয়ে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন অপারেশনের কথা বলে সিন্ডিকেট হয়ে তারা কাজ করে। আমরা তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দিই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, মো. হাসান ও আব্দুল্লাহ আল রিয়াদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের ২ জনের বয়স বিবেচনা করে এ দণ্ড দেওয়া হয়। বিভিন্ন সময় তারা এসব কাজ করে। তারা সহজ–সরল মানুষকে ঠকিয়ে সরকারের আইনকে অমান্য করে কাজগুলো করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d