জাতীয়

৬৫ বছর ধরে একসঙ্গে ভোট দেন তারা

ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে চোখে পড়ে এক বয়স্ক দম্পতি। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন।

এই দম্পতির নাম ইয়াজউদ্দিন মল্লিক (৯১) ও করিমন নেসা (৭৯)। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা। ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির।

জানা যায়, তাদের বিয়ে হয়েছে ৬৫ বছরেরও বেশি সময় আগে। এই সময়ের মধ্যে যতবার তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন এক সঙ্গে দিয়েছেন।

ইয়াজউদ্দিন মল্লিক বলেন, আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে এখন বয়সের ভারে হাঁটতেই কষ্ট হয়। এজন্য কোনো কাজ করেন না। কৃষিজমি বর্গা দিয়ে ও ছেলে-মেয়েদের দেওয়া টাকায় চলি। জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকারের সব নির্বাচনেই আমরা স্বামী-স্ত্রী এক সঙ্গে ভোট দিতে যাই। বিয়ের পর থেকে দুই একবার বাদে সব ভোটই দিয়েছি।

করিমন নেসা বলেন, আমরা ভোটের সময় সকাল সকাল এসে ভোট দেই। তবে আজকে শীত বেশি থাকায় রোদ ওঠার পর কেন্দ্রে এসেছি। একবার ভাবছিলাম সকালে ভোট দেব না। আবার ভাবলাম আর কয়দিন বাঁচি। এজন্য ভোটটা দিয়া যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d