৬ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন কাস্টমস আইন
আগামী ৬ জুন থেকে কার্যকর হবে নতুন কাস্টমস আইন ২০২৩। গত ৩০ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৩ সালের কাস্টমস আইনের ৫৭ ধারার ১ এর উপধারা (২) এর ক্ষমতাবলে ৬ জুন থেকে এ আইন কার্যকরের দিন নির্ধারণ করা হলো। আমদানি পর্যায়ে কর আদায় ও বাণিজ্য সহজীকরণসহ আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ আইনের লক্ষ্য। এর মাধ্যমে পাকিস্তান আমলে প্রণীত ‘কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯’ রহিত করা হয়েছে।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন ২০২৩ পাস হয়। পুরোনো আইনে ২২৩টি ধারা ছিল। নতুন আইনে ২৬৯টি ধারা আছে।