কক্সবাজারচট্টগ্রাম

৮০ হাজার ইয়াবা ও টমটমসহ কারবারি আটক টেকনাফে

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে ৮০ হাজার ইয়াবাসহ মাহবুব রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শাহপরীরদ্বীপের নতুন রাস্তার উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মাহবুব রহমান সাবরাং ইউনিয়নের ডাংগরপাড়ার মো. সৈয়দের ছেলে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টমটমে তল্লাশি চালানো হয়। সেটির পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনের একটি ড্রামে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার ইয়াবা দৃষ্টিগোচর হয়। এসব ইয়াবা ও ইজিবাইকসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d