৮ মামলায় আমীর খসরুর জামিন শুনানি ১৭ জানুয়ারি
রাজধানীর রমনা ও পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৮ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (১৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির এদিন ধার্য করেন।
আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (১৪ জানুয়ারি) সিএমএম আদালতে আমরা জামিন আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ওইদিন শুনানি হবে।
এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৮ মামলায় তার জামিন আবেদন গ্রহণ করে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেন। ১৫ দিনের মধ্যে ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতকে এ নির্দেশ দেওয়া হয়।