৮ মার্চ ঢাকা চালু হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স
দেশের এভিয়েশন খাতে যুক্ত হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। ঢাকা থেকে যারা এক টিকিটে দুনিয়াব্যাপী ঘুরতে চান, তাদের জন্য এই এয়ারলাইন্স হবে সেরা আকর্ষণ।
বিশ্বব্যাপী শীর্ষ স্টার লাইন্সের অন্যতম সদস্য এই এয়ারলাইন্সটির সঙ্গে গত সপ্তাহে এয়ার সার্ভিস চুক্তি সই হয়েছে। এখন চলছে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি। এমন খবরে ঢাকায় ভ্রমণপিপাসুদের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ।
ঢাকায় এয়ারলাইন্সটির জিএসএ, রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন জানিয়েছেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ইথিওপিয়ার ফ্লাইট চালুর জোর প্রস্তুতি চলছে। ওই ফ্লাইটের সব ক্রু থাকবে নারী। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পরে আরও বাড়ানো হবে। ঢাকা থেকে সরাসরি আদ্দিস আবাবা হয়ে দুনিয়াব্যাপী ফ্লাইট অপারেট করা হবে।
‘পে লোকাল, ফ্লাই গ্লোবাল’ হবে এই এয়ারলাইন্সের মূলমন্ত্র। কম টাকায় বেশি সেবার নিশ্চয়তা দিতে জুড়ি নেই ইথিওপিয়া এয়ারলাইন্স। এতে এভিয়েশন খাতে যোগ হবে নতুন মাত্রা।