বিনোদন

৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

মালয়ালাম টিভি অভিনেত্রী ডা. প্রিয়া মারা গেছেন। ৩৫ বছর বয়সী প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেত্রী ডা. প্রিয়া। মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা কিশোর সত্য।

তিনি লেখেন, ‘মালয়ালাম টেলিভিশন জগতে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. প্রিয়া। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশুটি আইসিইউতে রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘অন্য কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না প্রিয়ার। বুধবার তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।’

একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা, ভেঙে পড়েছেন তার স্বামী নান্নাও।

‘কারুথামুথু’ আকরিয়ালে অভিনয় করে খ্যাতি পান ডা. প্রিয়া। এছাড়া অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসক হিসেবেও কাজ করতেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন তিনি।

জানা গেছে, ডা. প্রিয়া তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্বামী গত ৬ মাস প্রিয়াকে ছেড়ে কোথাও যাননি। এসব তথ্য উল্লেখ করে কিশোর সত্য বলেন, ‘আপনি তাদের (মা-স্বামী) কী বলে সান্ত্বনা দেবেন? ঈশ্বর কেন এই নিষ্ঠুর আচরণ করলেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d