অর্থনীতিজাতীয়

এ বছর ৯০ কোটি ডলার বিদেশী বিনিয়োগ এসেছে

চলতি বছর এ পর্যন্ত ৯০ কোটি ডলার বিদেশী বিনিয়োগ বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ডলারের দাম অস্থিতিশীল থাকায় বিদেশী বিনিয়োগ আগের তুলনায় কম। এ বছর ২০ অক্টোবর পর্যন্ত বিদেশী বিনিয়োগ এসেছে ৯০ কোটি ডলার।

তিনি জানান, বিনিয়োগ বাড়াতে এবং বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে ওয়ান স্টপ সেবা চালু করা হয়েছে। এখানে একসঙ্গে ৯০ ধরনের সেবা দেওয়া হয়। ফলে বিনিয়োগকারীরা হয়রানি ও কষ্ট দুটি থেকেই রেহাই পাচ্ছেন। তিনি বলেন, বিডা দীর্ঘ সময় ধরে এফআইসিসিআইয়ের সঙ্গে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এফআইসিসিআইয়ের এই মেগা ইভেন্টের কৌশলগত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

তিনি জানান, বৈদেশিক বিনিয়োগ যে কোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারও সর্বদা একে স্বাগত জানিয়ে আসছে। এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং আগামীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।

এফআইসিসিআই চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখন উত্তম সময়। বিদেশীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা দেখছেন সময় সুযোগ বুঝে বিনিয়োগ করছেন।

ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ ও ৯ নভেম্বর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে শুরু হবে বিনিয়োগ মেলা ২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

এই ফ্ল্যাগশিপ মেগা ইভেন্টের আয়োজন করবে এফআইসিসিআই। কৌশলগত অংশীদার হিসেবে থাকবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d