৯ মামলায় মির্জা ফখরুলের জামিন
পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় ১০ হাজার টাকার বন্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন বুধবার (১০ জানুয়ারি) এ আদেশ দেন। তবে আরও ২টি মামলা পেন্ডিং থাকায় বিএনপি মহাসচিবকে কারাগারেই থাকাতে হচ্ছে। মুক্তি মিলছে না তার।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পল্টন থানার ৩টি ও রমনা থানার ৬ টি মোট ৯টি মামলা দায়ের হয়। এই ৯টি মামলায় জামিনের জন্য আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিএমএম কোর্টে আংশিক শুনানি মঙ্গলবারই হয়। বুধবার দুপুরে পূর্ণাঙ্গ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মির্জা ফখরুলের প্রত্যক্ষ নির্দেশনায় সহিংসতার ঘটনা ঘটেছে। তিনিই এর উস্কানিদাতা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯ মামলায় জামিন আবেদন মঞ্জুর করেন।