পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মোঃ আব্দুস সাত্তার(৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার বিকাল ২টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ ইউছুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউনিয়নের মদন কারবারী পাড়াস্থ সেগুন বাগান এলাকা থেকে গাঁজাসহ আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ জানান, আসামী আবদুর সাত্তার পেশাগতভাবে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতোপূর্বে রুজুকৃত আরো ৪টি মাদকের মামলা রয়েছে।