পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বিশ্ব বসতি দিবস পালন

স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহ চালিকাশক্তি এই স্লোগানে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে রাঙামাটিতে।

সোমবার (২ অক্টোবর) বেলা ১২টায় গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।

বক্তারা বলেন, শহরে যে যার মত বাসা বাড়ি নির্মাণ করছে। শহরের সড়কের ফুটপাত দখল হয়ে যাচ্ছে। রাঙামাটির অবস্থা আরও খুবই ভয়াবহ। কেউ নিয়ম মানছেই না। ফলে হ্রদের পাশে বাড়িঘর নির্মাণে ফলে হ্রদের পরিবেশ নষ্ট হচ্ছে। এরা কিভাবে বাড়িঘর নির্মাণের অনুমতি পেলো সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d