এশিয়ান গেমস: কাবাডিতে জাপানকে হারাল বাংলাদেশ
এশিয়ান গেমসের কাবাডি ইভেন্টে জাপানের বিপক্ষে বড় জয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের পুরুষ কাবাডি দল।
আজ সোমবার গ্রুপের প্রথম ম্যাচে ৮টি লোনাসহ জাপানকে ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে প্রথমার্ধে ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশের ছেলেরা। সবমিলিয়ে ম্যাচে বাংলাদেশ ২টি বোনাস পয়েন্ট ও লোনায় পেয়েছে ৮ পয়েন্ট।
পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও জাপান। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে হলে শীর্ষ দুইয়ে থাকতে হবে।
তবে পুরুষ দল জয় পেলেও নারী কাবাডি দলের পদকের আশা শেষ হয়ে গেছে। নেপালের কাছে হেরে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনাও হাতছাড়া হয়েছে তাদের।
নারী কাবাডিতে ৩৭-২৪ পয়েন্টে বাংলাদেশকে হারিয়েছে নেপাল। আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ না করলেও আজ বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিতই করেছে হিমালয়ের দেশটি।
এশিয়ান গেমসে নারী কাবাডি ইভেন্টে ‘এ’ গ্রুপে চার আর ‘বি’ গ্রুপে তিন দল। বাংলাদেশ পড়েছে ইরান ও নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে। প্রতি গ্রুপের দু’টি করে দল সেমিফাইনালে যাবে।
আরও পড়ুনঃ ৫ ফুটবলারকে নিষিদ্ধ করলো বসুন্ধরা ক্লাব