থানার সেবার মান বাড়াতে চালু হচ্ছে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন
থানার সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (০২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দা প্রেস’ আয়োজন করে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে ‘মেসেজ টু কমিশনার’ এর মাধ্যমে যেকেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে একইভাবে এ সুবিধা পাওয়া যাবে।
তিনি আরও জানান, ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। ডিএমপির কাছে নতুন ধরনের ক্রাইমের তথ্য আসছে। এর বড় কারণ হচ্ছে প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন