ফেনীতে বিএনপির রোডমার্চে মোবাইল চুরির হিড়িক
বিএনপির কুমিল্লা-ফেনী–মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চের পথসভায় মোবাইলফোন চুরির হিড়িক লাগে।
সভার চলাকালীন বেশ কয়েকটি মোবাইলফোন চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুর ২ টা থেকে সাড়ে ৫টার মধ্যে মোবাইলফোন চুরির এসব ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী রোড মার্চের পথসভা থেকে ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থানায় এ বিষয়ে ৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
মডেল থানার কর্মরত ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক বিউটি রানী দাস বলেন, চুমকি রানী দাস, ইশতিয়াক ভূঞা, শামীম হোসেন, শাহ আলমসহ আরো কয়েকজন তাদের মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন।
সভামঞ্চের সামনে থেকে চুরি হয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিমের মোবাইলফোনটিও।
তিনি জানান, সভা মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি বিএনপি নেতাদের বক্তব্য লিখছিলেন। এসময় নেতাকর্মীদের একদল তার শরীরের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এর পরেই পকেট থেকে তার ফোন হারিয়ে যায়।
বিডিনিউজ২৪ ও মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। কিছু লোক থাকে যারা ওত পেতে থাকে চুরি করার জন্য। সুযোগ পেলেই তারা মানুষের পকেটে হাত ঢুকিয়ে দেয়।