কলেজ না পাওয়া সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর একাদশে ভর্তির শেষ সুযোগ
একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ সুযোগ পাচ্ছে কলেজ না পাওয়া চট্টগ্রামের সাড়ে ৭ হাজার (৭ হাজার ৪০২ জন) শিক্ষার্থী। এখনও ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য সর্বশেষ এ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর রাত ১১টা পর্যন্ত ফের অনলাইনে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু এসব শিক্ষার্থীরা। এ চতুর্থ (সর্বশেষ) ধাপের পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির জন্য আর কোনো সুযোগ পাবে না শিক্ষার্থীরা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, যেসব শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ মনোনয়ন পায়নি এবং যেসকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে আজ বৃহস্পতিবারের (৫ অক্টোবর) মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা ভর্তি নিশ্চায়ন করতে পারেনি তাদের জন্য একাদশে ভর্তির সর্বশেষ সুযোগ।
কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীকে ফের আবেদনের সুযোগ দেয়া হয়েছে নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক সিভয়েসকে বলেন, ‘এখনো কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য এটিই শেষ সুযোগ। আগের মতোই অনলাইনে তারা আবেদন করবে। নির্ধারিত সময়ের (৮ থেকে ৯ অক্টোবর) মধ্যে এসব শিক্ষার্থীকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরামর্শ তারা যেন কলেজে বিদ্যমান আসন দেখে সবোর্চ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রেখে আবেদন করতে হবে। এবারও অনলাইন ছাড়া ম্যানুয়েলী কোনো ভর্তি করা হবে না।’
এদিকে, একাদশে ভর্তির চতুর্থ ও সর্বশেষ এ ধাপের আবেদন যাচাই-বাছাই করা হবে আগামী ১০ অক্টোবর। এরপর আবেদনের ফল প্রকাশ করা হবে ১১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিতরা ১২ ও ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবেন। এরমধ্যে নিশ্চায়ন না করলে আর ভর্তির সুযোগ পাবে না কোনো শিক্ষার্থী। পরবর্তীতে আগামী ১৫ অক্টোবর সর্বশেষ সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে।
উল্লেখ্য, একাদশ শ্রেণি ভর্তিতে ৩য় ধাপের ফল প্রকাশের পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত সূচি অনুসারে ৫ অক্টোবর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাশ শুরুর কথা রয়েছে।