চট্টগ্রামচন্দনাইশ

মসজিদে চুরি করতে এসে ২ চোর ধরা

মসজিদে মানুষ যায় নামাজ পড়তে, স্রষ্টার সান্নিধ্য পেতে। তবে ওরা ঢুকে সরিয়ে ফেলে আইপিএস ও আইপিএসের ব্যাটারিসহ প্রায় ৭৫ হাজার টাকার জিনিস। ভোর রাত চারটায় ঈমাম এসে দেখেন জিনিসগুলো নেই। ঈমাম এলাকাবাসীকে জানালে সবাই মিলে খুঁজতে থাকে। খেঁজাখুঁজির এক পর্যায়ে মালামালসহ দুই চোরকে ধরে ফেলে এলাকার লোকেরা। পালিয়ে যায় অন্য চোর।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ি এলাকায়। এ ঘটনায় সংঘবদ্ধ চোরের দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে আটক হয়েছে দুজন।

আটককৃত চোরের নাম শাহ আলম (৩৬) সে কক্সবাজার জেলার পেকুয়া থানার ৫ নম্বর ওয়ার্ড পেকুয়ার চর নতুন ঘোনা উজানটিয়া এলাকার আলী হোসেনের ছেলে আরেক চোর আবুল কাশেম (২২) সে কক্সবাজার জেলার মহেষখালী থানার ১নম্বর ওয়ার্ড মাতারবাড়ি শিকদার পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

থানা বলছে, চন্দনাইশ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ি এলাকার নূরে মোহাম্মদী (সা.) জামে মসজিদে গত বুধবার রাত ৯টায় মসজিদের ঈমাম মাওলানা ওসমান গণি এশারের নামাজ আদায় শেষে মসজিদের দরজা বন্ধ ও দরজায় তালা দিয়ে নিজের বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার ভোর রাত অনুমান সাড়ে ৪টায় মসজিদের ঈমাম মাওলানা ওসমান গণি ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে এসে দেখেন মসজিদের সামনের দক্ষিণ পাশে দরজা খোলা। ঈমাম সাহেব মসজিদের ভিতর ঢুকে দেখেন মসজিদের মিম্বরের পাশে থাকা ১টি আইপিএস মেশিন, যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা ও ১টি EVON POWER ব্যাটারি, ১টি RANGS POWER ব্যাটারি, ১টি HUMKO ব্যাটারিসহ মোট ৩টি ব্যাটারি, যাহার মূল্য অনুমান ৭৫ হাজার টাকা যথাস্থানে নাই। তৎক্ষণাৎ ঈমাম সাহেব মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নুর আহম্মদসহ (৬৫)অন্যদের জানালে দ্রুত মসজিদে এসে খোঁজখবর নিতে থাকি। খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে জানতে পারি যে, গাছবাড়িয়া ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পরিত্যক্ত পুরাতন সার্ভিস স্টেশনের পাশে গাছ বাগানে এলাকার কিছু লোকজন ২ জন চোরকে ১টি আইপিএস মেশিন ও ৩টি ব্যাটারিসহ জনতা ধরে গণপিটুনি দিয়ে আটক করে।

বিষয়টি জানতে পেয়ে সংবাদ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উক্ত স্থানে গিয়ে উদ্ধারকৃত আইপিএস মেশিন ও ৩টি ব্যাটারি আমাদের মসজিদের বলে সনাক্ত করি। পরবর্তীতে থানায় সংবাদ দিলে পুলিশ এসে চোরদের আটক করে এবং চোরাইকৃত মালামাল হেফাজতে নেয় ।

চোরদের জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন চোর গত বৃহস্পতিবার রাত ১-৩টার মধ্যে মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়ির নূরে মোহাম্মদী (সাঃ) জামে মসজিদ থেকে মালামাল চুরি করেছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ২ চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d