ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় শনিবার সকালে গাজা উপত্যকায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।
এদেরমধ্যে ২ ফিলিস্তিনি বুরেইজ শরণার্থী শিবিরে এবং অপর দুই ফিলিস্তিনি গাজা উপত্যকার উত্তরাঞ্চলে। খবর: ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার।
ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ এ শনিবার তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলের অব্যাহত হত্যা, নিপীড়ন এবং অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার সকালে ইসরাইলের কয়েকটি শহরে রকেট হামলা শুরু করলে ইসরাইল পাল্টা হামলা শুরু করে।
তেলআবিব পর্যন্ত কয়েকটি রকেট গিয়ে আছড়ে পড়ে।অভিযান শুরুর কিছুক্ষণ পরেই ফিলিস্তিনি সম্মিলিত যোদ্ধারা ইসরাইলের বেড়া পেরিয়ে ভেতরে ঢুকে যায় এবং প্রথম ২০ মিনিটের ভেতরেই ৫০০০ রকেট নিক্ষেপ করে।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযানে এ পর্যন্ত ইসরাইলের পাঁচ জন সেনাকে আটক করা হয়েছে।
হামাসের সিনিয়র কমান্ডার মোহাম্মদ দেইফ জানিয়েছেন, এই অভিযান হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে লড়াই এবং এর মাধ্যমে পৃথিবীতে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটবে।