১২ বছরে সংঘাতে প্রাণহানির হিসেব দিল জাতিসংঘ
গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনা বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা তীব্র আকার নিয়েছে। জাতিসংঘ আশঙ্কা করছে পরিস্থিতি ‘একটা পূর্ণাঙ্গ মাত্রার’ যুদ্ধের দিকে যাচ্ছে। ফিলিস্তিনি সংগঠন হামাস ৩৮ ঘণ্টা ধরে এক হাজারের ওপর রকেট ছুড়েছে বলে জানাচ্ছে ইসরায়েল। তারা বলছে বেশির ভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের ওপর। এদিকে ১২ বছরের সংঘাতে প্রাণহানির হিসেব কষল জাতিসংঘ।
জাতীসংঘের তথ্য অনুযায়ি ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘাতে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৮ হাজার ৭৪৪ জন প্যালেস্টাইনি ও ৫৫১৩ জন ইসরাইলি মৃত্যুবরণ করেছে।
২০০৮ সালে দুই পক্ষের সংঘাতে প্যালেস্টাইনি মারা যায়,৩২০২ ও ইসরাইলি মারা যায় ৮৫৩ জন।
২০১০ সালের যুদ্ধে প্যালেস্টাইনের মারা যায় ১৬৬৯ জন অন্যদিকে ইসরাইলের মারা যায়১৮৩ জন।
২০১২ সালের যুদ্ধে ইসরাইলের মৃত্যু হয় ৫৭৮ জনের আর প্যালেস্টাইনের মারা যায়, ৪৯৩৬ জন।
২০১৩ সালের যুদ্ধে প্যালেস্টাইনি মরা যায় ১৫৭ জন ও ইসরাইল মারা যায় ৪০৩১জন।
২০১৪ সালের যুদ্ধে ইসরাইলি মারা যায়, ২৭৯৬ জন ও প্যালেস্টাইনি মারা যায় ১৯৮৬৬ জন। ২০১৫ সালে পালেস্টাইনি মারা যায়, ১৪৮১৩ জন ও ইসরাইলি মারা যায়৩৩৯ জন।
২০১৬ সালের যুদ্ধে প্যালেস্টাইনি মারা যায় ৩৫৭২ জন ও ইসরাইলি মারা যায় ২২২ জন।
২০১৮ সালের যুদ্ধে প্যালেস্টাইনি মারা যায়, ৩১৫৫৮ জন ও ইসরাইলি মারা যায় ১৩০ জন।
২০১৯ সালের যুদ্ধে প্যালেস্টাইনি মারা যান ১৫৬২৮ জন ও ইসরাইলি মারা যান ১৩৩ জন।
২০২০ সালের যুদ্ধে প্যালেস্টাইন মারা যায় ২৭৪১ জন ও ইসরাইলি ৬১ জন।