কক্সবাজারচট্টগ্রাম

দু’ঘণ্টা বন্ধ দক্ষিণ চট্টগ্রামের সকল বাস

আজ সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দু’ঘণ্টা দক্ষিণ চট্টগ্রামের কোন বাস চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে না। দূর পাল্লার অনিয়ন্ত্রিত বাস, যত্রতত্র অবৈধ গাড়ি, মহাসড়কে অবৈধ টমটম, অটোরিকশা, ইজি বাইক, থ্রি হুইলারের চলাচল নিষিদ্ধসহ বেশ কিছু দাবিতে এ ঘোষণা দিয়েছে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এসব দাবি নিয়ে এদিন শাহ আমানত সেতুর উত্তর পাড়ে বশিরুজ্জামান চত্বর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজার, টেকনাফ, বান্দরবান, পিএবি বাঁশখালী সড়কসহ উপসড়ক অভিমুখে কোন বাস, কোচ, মিনিবাস ছেড়ে যাাবেনা।

‘বাঁশখালী রোডের শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দিনের বেলায় দুরপাল্লার অনিয়ন্ত্রিত এসি-ননএসি বাস চলাচল বন্ধ, সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৪০ এর বিধি ৩ লঙ্ঘন করে অমিনি বাস চ্যাসিস লোকাল গ্যারেজে মুডিফাই করে বিআরটিএর অনুমোদন বিহীন মারাত্মক ঝুঁকিপূর্ণ ডাবল ডেকারসহ যত্রতত্র অবৈধ গাড়ি চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ ও বান্দরবান রোডে নিষিদ্ধ করা এবং মহাসড়কে অবৈধ টমটম, ব্যাটারি চালিত রিকশা ইজি বাইক, থ্রি হুইলার অটো রিক্সা ও বেপরোয়া গতির মোটরবাইক চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d