পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বসতঘর উচ্ছেদ
কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা ৬টি বসতঘর উচ্ছেদ করেছে বনবিভাগ। সোমবার (৯ অক্টোবর) পুঁইছুড়িতে বিশেষ অভিযান চালিয়ে এসব বসতি উচ্ছেদ করে বনবিভাগ।
বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরীর নিদের্শে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে পুঁইছড়ির বিট কর্মকর্তা ফখরুল ইসলাম ও নাপোড়া বিট কর্মকর্তা মিজানুর রহমান থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রবিউল আলম প্রকাশ রব্বা ডাকাত, মঞ্জুর আলম, নুরুল হোসাইন, মো ফারুক, জমিরউদ্দিন, রিদুয়ানুল হকের বসতি গুড়িয়ে দেয় বনবিভাগ।
জানা গেছে, রবিউল আলম প্রকাশ রব্বা ডাকাত পাহাড়ের গহীন অরণ্যে এ একটি সিন্ডিকেট করে পাহাড়ী জায়গা জবরদখল করে লোকজন থেকে মোটাঅংকের টাকা নিয়ে বসতঘর তৈরি করে দেয়। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলাসহ বন বিভাগের একাধিক মামলা রয়েছে। তারপরও পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। সে প্রতিনিয়ত গহীন পাহাড়ে রাম রাজত্ব করে যাচ্ছে।
এদিকে পুঁইছড়ির বিট কর্মকর্তা মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে রবিউল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট পাহাড়ের গহীনে জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা নিমার্ণের খবরে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।