চট্টগ্রামশিক্ষা

একাদশে ভর্তি হতে শেষ ধাপে আবেদন প্রায় ১২ হাজার

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ও সর্বশেষ সুযোগ শেষ হচ্ছে আজ রবিবার (৯ অক্টোবর) রাত ১১টায়। এসময়ের পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির জন্য আর কোনো সুযোগ পাবে না শিক্ষার্থীরা। শেষ সময়ের মধ্যে এ পর্যন্ত (রাত ৮টা) ভর্তির বাইরে থাকা নতুন আবেদনকারীর সংখ্যা ১১ হাজার ৯১৭ জন। তারমধ্যে চলতি বছরের পাস করা শিক্ষার্থী রয়েছে সাড়ে ৭ হাজার (৭ হাজার ৪০২) জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮৫টি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সর্বমোট আসন রয়েছে ১ লাখ ৭৫ হাজার। এবছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। একাদশে ভর্তি হতে তৃতীয় পর্যায় শেষে কলেজ মনোনয়ন পেয়েছিল ১ লাখ ১৩ হাজার ৬০০ জন। এরমধ্যে কলেজ নিশ্চায়ন করেছিল ১ লাখ ১২ হাজার ১৮৯ জন। গত ৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কলেজগুলোতে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ৬৪৭ জন।

এদিকে, চতুর্থ পর্যায়ের আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাই করা হবে আগামী ১০ অক্টোবর। এরপর আবেদনের ফল প্রকাশ করা হবে ১১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিতরা ১২ ও ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবেন। এরমধ্যে নিশ্চায়ন না করলে আর ভর্তির সুযোগ পাবে না কোনো শিক্ষার্থী। পরবর্তীতে আগামী ১৫ অক্টোবর সর্বশেষ সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক সিভয়েসকে বলেন, ‘চতুর্থ পর্যায়ের আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা হবে ১১ অক্টোবর রাত ৮টায় এবং মনোনীতদের ৩৩৫ টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে ১২ ও ১৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন করতে হবে। ১৫ অক্টোবর কলেজে গিয়ে কলজের ফি প্রদান করে ভর্তি হতে হবে। ভর্তি নীতিমালা অনুসারে ম্যানুয়ালী ভর্তি করা হবে না।’

উল্লেখ্য, যেসব শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ মনোনয়ন পায়নি এবং যেসকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে নিদির্ষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা ভর্তি নিশ্চায়ন করতে পারেনি তাদের জন্য একাদশে ভর্তির সর্বশেষ সুযোগ আজ রাত ১১টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d