ডাবের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে নারকেল
নগরে ডাবের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে নারকেল। ডেঙ্গু, করোনা, ডায়রিয়া রোগীদের পথ্য হওয়ায় ডাবের দাম ও চাহিদা বেড়েছে।
একটি ছোট ডাব খুচরায় ৮০ টাকা, বড় ডাব ১২০ টাকা বিক্রি হলেও একটি বড় নারকেল খুচরায় সর্বোচ্চ ৭০-৭৫ টাকা বিক্রি হচ্ছে।
পূজা, পার্বণ, তালপিঠা, মধুভাত, পিঠাপুলির মৌসুম হওয়ায় চাহিদা বাড়ায় রিকশাভ্যানে নারকেল বিক্রি করছেন অনেকে।
খাতুনগঞ্জের নারকেলের আড়ত থেকে প্রতি শ’ হিসেবে নারকেল কিনছেন তারা। সারাদেশে নারকেল গাছ থাকলেও চট্টগ্রামের আড়তে লক্ষ্মীপুর, রায়পুর, চন্দ্রগঞ্জ, হায়দারগঞ্জ, সুবর্ণচরের নারকেলই বেশি আসে।
একজন আড়তদার জানান, মিয়ানমার থেকে আমদানি করা নারকেল আছে আড়তে। লোকসানে বিক্রি করতে হচ্ছে।