অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবে রেলওয়ে
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে কয়েক দফা অভিযান চালাবে বিভাগীয় ভূসম্পত্তি অধিদপ্তর। এরমধ্যে চট্টগ্রামে চারটি ও কুমিল্লায় চালানো হবে একটি অভিযান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) খুলশীর পাহাড়তলী মাস্টার লেইন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সিআই রেজয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ভূসম্পত্তি বিভাগের উচ্ছেদ অভিযান চালানোর সম্ভাব্য তালিকায় দেখা গেছে, বৃহস্পতিবার খুলশীর পাহাড়তলী মাস্টার লেইন, ২৬ অক্টোবর বারেক বিল্ডিং এসআরবি স্টেশন, চট্টগ্রাম এলাকার রেল ভূমিতে ৮ নভেম্বর ও কুমিল্লার গুণবতী স্টেশন এলাকায় ১৬ নভেম্বর অভিযান চালানো হবে।
এছাড়া খুলশী থানার ঝাউতলা এলাকায় ২১ নভেম্বর উচ্ছেদ অভিযান চলানো হবে বলে জানা গেছে।