নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে
যেভাবেই হোক দেশে নির্বাচন হবেই, আর সে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় এক জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিএনপি।
এ সময় শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য তার ভাই বোন গণভবনে কান্নাকাটি করে। তবে খালেদা জিয়ার কেমন ছেলে, এতো অসুস্থ মাকে দেখতে আসে না?
সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ও জামায়াতের জন্মই ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তাই এই দল দুটি এখনও ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে উন্নয়ন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর পর এই দেশের উন্নয়নের জন্য বিগত ২৯ বছর কোনো শাসক দলই কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে বাংলাদেশ।
দেশ যাতে উন্নয়নের পথ থেকে সরে না যায়, এজন্য নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে পুরো ঢাকা ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হবে।