চট্টগ্রামরাজনীতি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রামের চেরাগি পাহাড় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে সিপিবি।

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা এবং ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে সিপিবি।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়াসহ অন্যরা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিন গর্জে উঠেছে। এটা তাদের ন্যায়সংগত সংগ্রাম। জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহতভাবে হামলা চালিয়ে বর্তমান ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন ও তার সহযোগীদের মদদ ছাড়া ইসরায়েল এসব হামলার সাহস পেতো না। মূলত মার্কিন সাম্রাজ্যবাদ ও তার সহযোগীদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক সাহায্য দিয়ে ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রেখেছে। অথচ তারাই কথায় কথায় বিশ্ববাসীকে সন্ত্রাসের বিরুদ্ধে জ্ঞান দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d