দেশজুড়ে

মদ পানে প্রাণ গেছে ২ নারীর, আরও ২ হাসপাতালে

মদ পান করে দুই নারীর মৃত্যু হয়েছে। মদ পানে আরও দুইজন নারী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি মাদারীপুরের কলেজ রোড এলাকার একটি বাসভবনে।

ঘটনার বিবরণে জানানো হয়, শনিবার রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে গিয়ে তিনি দেখতে পান ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছেন সাগরিকা আহম্মেদ। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী রূপা আক্তার ও তার মা সাবিনা ইয়াসমিনকে দেখতে পান তিনি। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত মদ পান ও পরে নাচানাচি করার কারণে অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চিৎকার চেচামেচি শুনে উপরে গিয়ে দেখি একজন মারা গেছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাই। রাতে মেহমান আসবে বলে শুনেছি, তবে কোন বিশেষ পার্টি ছিল না।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চারজন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। মদ পানের কারণে তারা অসুস্থ হয়েছিল। দুইজনের চিকিৎসা চলছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করে বলেন, রাতে মদ পান করে দুইজন মারা গেছে। আর দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d