কক্সবাজারে রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
কক্সবাজারের কলাতলী এলাকার শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নারী কর্মচারীদের যৌন নিপীড়ন ও স্টাফ কোয়ার্টারে অস্ত্রধারীদের পাহারায় রেখে কর্মচারীদের নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রেস্টুরেন্টের দুজন কর্মচারী কক্সবাজার সদর থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে কর্মচারীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। মূলত দুটি অভিযোগ দেয়া হয়েছিল, তার মধ্যে নারী কর্মচারীকে নির্যাতন করার অভিযোগটি পরে প্রত্যাহার করে নেন তরুণী। এখন শালিক রেস্টুরেন্টের মালিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নির্যাতনের শিকার দুই কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, রেস্টুরেন্টে ২১ জন উপজাতি তরুণীকে নিয়োগ দিয়েছেন মালিক নাছির উদ্দিন বাচ্চু। চাকরির শর্তে তাদের স্টাফ কোয়ার্টারে রাত্রী যাপন বাধ্যতামূলক করা হয়। আর কোয়ার্টারেই প্রতিনিয়ত যৌন নিপীড়নের পাশাপাশি শারীরিক নির্যাতন চালান বাচ্চু।
এদিকে নির্যাতিত তরুণী জানান, গত ১১ অক্টোবর অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়ে স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে ওষুধ কেনার জন্য বের হলে রেস্টুরেন্টের কর্মচারী খালেক ও আবদুল্লাহর সঙ্গে দেখা হয়। অসুস্থতার কথা জেনে তারা দুজন ফার্মেসিতে গিয়ে ওষুধ কেনেন। এর মধ্যে মালিক বাচ্চু তাদের ফোন করে রেস্টুরেন্টে নিয়ে মারধর করেন। মারধর করতে করতে তাদের নিয়ে যাওয়া হয় স্টাফ কোয়ার্টারে। সেখানেও চালানো হয় নির্যাতন। একই সঙ্গে যৌন নিপীড়ন শুরু করেন বাচ্চু। একপর্যায়ে কৌশলে পালিয়ে যান আবদুল্লাহ। সশস্ত্র পাহারার কারণে তিনি ও খালেক পালাতে ব্যর্থ হন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হন।