কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে গোল কাঠ জব্দ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযান চালিয়ে ভালুকিয়া চাকুয়া পাড়া এলাকা হতে ১১৮ টুকরা। যার পরিমাণ ১১৬ হাজার ২০ ঘন ফুট সেগুন ও গামার গোল কাঠ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাইখালী বন রেঞ্জ সূত্রে জানা যায়, ডংছড়ি ৪১ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবদু রহিম ও রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলার ২নং রাইখালি ইউনিয়নের ভালুকিয়া চাকুয়া এলাকা থেকে ১১ হাজার ৬২০ ঘন ফুট সেগুন ও গামার গোল কাঠ জব্দ করে।
এ ব্যাপারে রাইখালী রেঞ্জ অফিস স্টাফ মো. হাসান জানান, আটক সেগুন ও গামার গোল গাছের মূল্য প্রায় ২ লাখ টাকা। তবে কাউকে গ্রেফতার করা যায় নি। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে তিনি জানান। জব্দকৃত কাঠগুলো রাইখালী রেঞ্জে জমা রাখা হয়েছে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল আমিন জানান, সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।