দুর্গাপূজা উপলক্ষে লায়ন ইমরানের ‘উপহার’ পেল ৫০০ পরিবার
দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে ৫ শতাধিক সনাতন পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভাটিয়ারীস্থ সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সনাতন পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী ও নতুন কাপড় উপহার দেওয়া হয়।
এ সময় লায়ন মোহাম্মদ ইমরান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে আনন্দমুখর করতে হিন্দু সম্প্রদায়ের সকলেই এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। নতুন পোশাক পরে মন্দিরে আসেন, পূজা করেন, আনন্দ উৎসবে মেতে ওঠেন। কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না পূজার সময় নতুন কাপড় পরা। অনেকে অভাবের কারণে ঠিকমতো আহার যোগাড় করতে পারেন না। তাদের কাছে পূজায় নতুন কাপড় দিবাস্বপ্ন। এমনই কিছু দরিদ্র পরিবারের নারী-শিশু ও প্রবীণ সদস্যদের সাথে পূজার আনন্দ ভাগ করে নিতে তাদের নতুন কাপড় উপহার দেওয়ার এই উদ্যোগ নিয়েছি।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আশীষ শর্মা, উপদেষ্টা মিন্টু মল্লিক, বিকাশ দাশ, অমিত দাশসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ।