জাতীয়

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতো বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম।

ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো যাওয়ার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল। এই জ্বালানি পরিবহনে নিরাপত্তার জন্য ভোর থেকে পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়।

এর আগে, ইউরেনিয়ামের প্রথম চালান গত ২৯ সেপ্টেম্বর, দ্বিতীয় চালান ৬ অক্টোবর এবং তৃতীয় চালান ১৩ অক্টোবর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছায়। মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসবে। সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে প্রাথমিক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d